ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড টিম জামেয়া মহিলা কামিল মাদ্রাসা পরিদর্শন

  • জনকাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসা পরিদর্শন করেন "আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. নূ. ক. ম. আকবর হোসেন মহোদয়ের নেতৃত্বে একটি পরিদর্শন টিম। সোমবার এটি পরিদর্শন ও মনিটরিং সেলের নিয়মিত কার্যক্রমের একটি অংশ।

পরিদর্শন টিম জামেয়া আহমদিয়া সুন্নিয়া  মহিলা কামিল মাদরাসায় আগমন করলে মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ সরওয়ার উদ্দীন ও উপাধ্যক্ষ ড. মাওলানা মোহাম্মদ সাইফুল আলম পরিদর্শন টিমকে উষ্ণ স্বাগত জানান।

পরিদর্শনকালে বোর্ড টিমের সদস্যরা মহিলা মাদরাসার সায়েন্স ল্যাব, আইসিটি ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি ও শিক্ষক মিলনায়তন পরিদর্শন করেন।

পরিদর্শন টিম-শিক্ষার মানোন্নয়নে আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড অঙ্গীকারবদ্ধ" উল্লেখ করে- শিক্ষকদের সাথে মতবিনিময়, পাঠ পরিকল্পনা, একাডেমিক মানোন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে গঠনমূলক আলোচনা করেন এবং সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এসময় পরিদর্শন টিমে আরও উপস্থিত ছিলেন—বোর্ডের প্রফেসর আবু ছালেহ মুহাম্মদ নঈম উদ্দীন (সচিব), প্রফেসর মুহাম্মদ গোফরান (যুগ্ম সচিব ও ফোকাল পার্সন),  প্রফেসর আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান (সদস্য ও জামেয়ার চেয়ারম্যান), অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভী (সদস্য) এবং মাদরাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড টিম জামেয়া মহিলা কামিল মাদ্রাসা পরিদর্শন

আপডেট সময় ০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসা পরিদর্শন করেন "আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. নূ. ক. ম. আকবর হোসেন মহোদয়ের নেতৃত্বে একটি পরিদর্শন টিম। সোমবার এটি পরিদর্শন ও মনিটরিং সেলের নিয়মিত কার্যক্রমের একটি অংশ।

পরিদর্শন টিম জামেয়া আহমদিয়া সুন্নিয়া  মহিলা কামিল মাদরাসায় আগমন করলে মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ সরওয়ার উদ্দীন ও উপাধ্যক্ষ ড. মাওলানা মোহাম্মদ সাইফুল আলম পরিদর্শন টিমকে উষ্ণ স্বাগত জানান।

পরিদর্শনকালে বোর্ড টিমের সদস্যরা মহিলা মাদরাসার সায়েন্স ল্যাব, আইসিটি ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি ও শিক্ষক মিলনায়তন পরিদর্শন করেন।

পরিদর্শন টিম-শিক্ষার মানোন্নয়নে আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড অঙ্গীকারবদ্ধ" উল্লেখ করে- শিক্ষকদের সাথে মতবিনিময়, পাঠ পরিকল্পনা, একাডেমিক মানোন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে গঠনমূলক আলোচনা করেন এবং সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এসময় পরিদর্শন টিমে আরও উপস্থিত ছিলেন—বোর্ডের প্রফেসর আবু ছালেহ মুহাম্মদ নঈম উদ্দীন (সচিব), প্রফেসর মুহাম্মদ গোফরান (যুগ্ম সচিব ও ফোকাল পার্সন),  প্রফেসর আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান (সদস্য ও জামেয়ার চেয়ারম্যান), অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভী (সদস্য) এবং মাদরাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।